ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভেজাল পণ্য বিক্রি : স্বপ্ন সুপার শপকে এক লাখ টাকা জরিমানা গাজিপুরে

আতিকুর রহমান (গাজীপুর) :: শহরের জোড়পুকুর সড়কের সরকারি মহিলা কলেজের বিপরীতে অবস্থিত স্বপ্ন সুপার শপকে ভেজাল পণ্য বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ মে) জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণ ও প্যাকেজিং তারিখ না থাকা, আমদানিকৃত পণ্যের সাপ্লাইয়ার্স তথ্য না থাকা, বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য বিক্রি এবং পঁচা-কাঁচা তরকারি (মরিচ, পটল) বিক্রি করার দায়ে স্বপ্ন সুপার শপকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ফুটপাত দখল করে খোলা পরিবেশে ইফতারি বিক্রির অপরাধে একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় জোড়পুকুরপাড় সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে আনসার ব্যাটালিয়ন সদস্য ও জেলা স্যানিটারি অফিসার সহায়তা করেন।

রমজান মাস জুড়ে প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে বলেও জানায় জেলা প্রশাসন।

প্রসঙ্গত: এর আগে ১৪ ফেব্রুয়ারি এই সুপার শপে আমদানিকৃত চায়না চকলেটে জীবন্ত পোকা পাওয়ার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন ম্যানেজারসহ দুজন।

শেয়ার করুন