অমর একুশে বইমেলায় সন্দেহভাজন ১১ শিক্ষার্থী আটক

ফাইল ছবি

ঢাকা : অমর একুশে বইমেলা চত্বর থেকে ১১ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ‘সন্দেহজনক গতিবিধি’র কারণে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ বলছে, অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের কোনো সম্পৃক্ততা আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার আটকের পর তাদের রাজধানীর মিন্টো রোডে সিটিটিসি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ-কমিশনার মহিবুল ইসলাম খান বলেন, আটকদের মধ্যে দু-তিনজন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বাকিরা মাদ্রাসার ছাত্র। মেলায় গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে। পরে তাদের সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানের মেলা চত্বরে ১১ জনের দলটিকে জটলা করতে দেখে পুলিশ তাদের বেশভূষা ও কথোপকথনে সন্দেহ হওয়ায় করে। শুক্রবার পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা তাদের গ্রেফতার দেখানো হয়নি বলে জানান ওসি।

শেয়ার করুন