গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১২ হাজার টাকা জরিমানা

আজিজ খান (সিলেট) : গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি প্রতিষ্ঠান থেকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (২৬মে) ৩টা থেকে চৌমুহনী ও উত্তর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, মেয়াদবিহীন দই রাখার অভিযোগে উত্তর বাজারের লাকী হোটেলকে ৫ হাজার টাকা, বনরাজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, ২ জন মাছ ব্যবসায়ীকে ১ হাজার ৫শ টাকাসহ মোট সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর শুনে বাজারের কিছু কিছু ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে উধাও হয়ে যান। আবার কেউ কেউ মেয়াদোত্তীর্ণ মালামাল অন্যত্র সরিয়ে ফেলেন।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। প্রতিদিনই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

শেয়ার করুন