
চট্টগ্রাম : স্বর্ণ ও টাকার লোভে বৃদ্ধা মঞ্জু সেনকে গলাটিপে হত্যা করে দুই ছিনতাইকারী। সদরঘাট থানা পুলিশের হাতে দুইজন গ্রেফতার হওয়ার পর বিষয়টি জানতে পারে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (২৬ মে) দিবাগত রাত ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন ফিরিঙ্গিবাজার এলাকার মফিজুল ইসলামের ছেলে মো. রুবেল (২২) ও আনোয়ারা উপজেলার মোহসেন আউলিয়া এলাকার মো. নুরুচ্ছফার ছেলে মো. আব্বাস (২৫)।
তারা দুইজনে ছিনতাইকালে বৃদ্ধা মঞ্জু সেনকে গলাটিপে হত্যা করে বলে জানান সদরঘাট থানার ওসি নেজাম।
এর আগে শুক্রবার (২৫ মে) বাসা থেকে হাঁটতে বেরিয়ে মঞ্জু সেন (৭৭) নিখোঁজ হন। নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর শনিবার (২৬ মে) দুপুর ১টার দিকে নগরের সদরঘাট থানার অভয়মিত্র ঘাট (নেভাল-২) এলাকা থেকে বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মঞ্জু সেন নগরের কোতোয়ালী থানার শিববাড়ি এলাকার মানিক চন্দ্র সেনের স্ত্রী।
ওসি নেজাম উদ্দিন বলেন, হাঁটার পর মঞ্জু সেন অভয়মিত্র ঘাটে বসে ছিলেন। তার কাছে মোবাইল ও অলংকার দেখে রুবেল ও আব্বাস তাকে ধরে গেইটের ভিতর নিয়ে গিয়ে সব ছিনিয়ে নেয়। পরে মঞ্জু সেন চিৎকার করতে চাইলে তারা তাকে গলাটিপে হত্যা করে রাস্তার পাশে ফেলে চলে যায়।