চট্টগ্রাম : নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওযার্ডস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নব নির্বাচিত কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা ২৮ মে সন্ধ্যায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: ইসমাইলের বাসভবনে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভাশেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: ইসমাইলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নব নির্বাচিত কমিটির সভাপতি আবছার উদ্দিন, সহ-সভাপতি সাধন মজুমদার, সাধারণ সম্পাদক তাপস মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মোমিন, সাংগঠনিক সম্পাদক মো: আশিক, অর্থ সম্পাদক মো: কাওসার, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মিন্টু দাশ, দপ্তর সম্পাদক রনি, সদস্য সুজন ঘোষ, মো: নাছির, সাবেক উপদেষ্টা এম এ হক, সাবেক অর্থ সম্পাদক সুকুমার নাথ, মো: আব্দুল হান্নান কাজলসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।