ওমরা হজ্বে সৌদি আরব গেলেন বদি

মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ প্রাণহানির মধ্যে আলোচনায় আসা কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদি সৌদি আরব গেছেন। বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন জানান শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বদিকে বহনকারী বিমান মক্কা বিমানবন্দরে পৌঁছায়। এরপরই ওমরা পালনের আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি। ওমরা শেষে আগামী ১৭ জুন তিনি দেশে ফেরার কথা রয়েছে।

শুক্রবার (১ জুন) ভোর রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হন।

কক্সবাজার-৪ আসনের (টেকনাফ-উখিয়া) ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য বদি ও তার ঘনিষ্ঠ আত্মীয়দের বিরুদ্ধে মাদক পাচারে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। খোদ সরকারি সংস্থার প্রতিবেদনেও তার বিরুদ্ধে মাদক মাদকপাচারে মদদদানের অভিযোগ উঠে এসেছিল।

তবে বদি বরাবরই মাদক পাচারে সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে গত মাসের মাঝামাঝি দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে বদির এক বেয়াইও আছেন।

শেয়ার করুন