কিমের সঙ্গে ১২ জুন বৈঠক ‘নিশ্চিত’ করলেন ট্রাম্প

আগামী ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। একথা নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ২৪ মে বৈঠকটি বাতিলের ঘোষণা দিয়েছিলেন তিনি।

উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা ও ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জেনারেল কিম ইয়ং চোলের সঙ্গে শুক্রবার বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের ১২ জুনের বৈঠকের কথা জানান। তিনি বলেন, সম্পর্ক বাড়ছে যা খুব ইতিবাচক একটি জিনিস। আমি মনে করি সম্ভবত একটা সফল বৈঠক হতে যাচ্ছে। খবর : এএফপির।

উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণ করতে চায় কিনা- এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি তারা তা করতে চায়। তারা নিজেদেরকে একটি উন্নত দেশ হিসেবে গড়তে চায়।

একইদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেও উত্তর কোরিয়ার কিম‌ ইয়ং চোলের সঙ্গে বৈঠক করেন।