মানববন্ধনে সমর কৃষ্ণের মুক্তি দাবি

চট্টগ্রাম : আইনজীবী সহকারী সমর কৃষ্ণ চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার পরিবার ও এলাকাবাসী। শনিবার (০২ জুন) বিকেলে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধর কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহিদ উল আলম। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে যারা অপরাধী তাদের শাস্তি কামনা করে। কিন্তু নিরপরাধ মানুষকে ধরে নিয়ে তার হাতে ইয়াবা দিয়ে তাকে গ্রেফতার করার যে প্রবণতা, তা কখনো মেনে নেবে না।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় নির্বাচন আসন্ন। এ সরকার আবার ক্ষমতায় আসুক তা আমরা সবাই চাই। কিন্তু এ মুহূর্তে আপনার সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কি করছে তা তদারকি করা দরকার। এ আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে আপনার বিরোধী পক্ষ সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল বলেন, আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই। যেখানে কোন সন্ত্রাসী, রাজাকার কিংবা মাদক ব্যবসায়ী থাকবে না। এমন বাংলাদেশ চাই, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য নিরপরাধ কোন ব্যক্তিকে গুলি কিংবা গ্রেফতার করবে না। যারা এসব কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সমর চৌধুরীকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ বলেন, ‘বোয়ালখালী থানার ওসি ষড়যন্ত্রমূলকভাবে ইয়াবা এবং অস্ত্র দিয়ে আইনজীবী সহকারী সমর কৃষ্ণ চৌধুরীকে ফাঁসিয়েছে। তাই ২৪ ঘন্টার মধ্যে তাকে প্রত্যাহার করে নিতে হবে। নিরপরাধ সমর কৃষ্ণ চৌধুরীকে মুক্তি দিতে হবে। অন্যথায় পেশাজীবীরা সাধারণ জনগণকে সাথে নিয়ে থানা ঘেরাও করে তাকে বোয়ালখালী ছাড়া করবে।’

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন চবি মার্কেটিং বিভাগের শিক্ষক সজীব কুমার ঘোষ, কবি সংবাদিক কামরুল হাসান বাদল, বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি আব্দুল মোমিন, বোয়ালখালী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সভাপতি সজল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক তাপষ ঘোষ, অ্যাডভোকেট জুয়েল দাশ।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সবুর সুভ, প্রচার ও প্রকা্শনা সম্পাদক আহমেদ কুতুব, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক লতিফা আনচারী রুনা উপস্থিত ছিলেন প্রমুখ।

শেয়ার করুন