নৌকার প্রার্থীকে জয়যুক্ত করার আহবান জানালেন জাবেদ

চট্টগ্রাম : ‘জননেত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে উচ্চাসনে নিয়ে গেছেন। উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে সমর্থ হয়েছেন। জাতিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই।’

রোববার (০৩ জুন) দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরের জিইসি কনভেনশন সেন্টারে ইফতার-দোয়া মাহফিল ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

আগামী নির্বাচনে চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের সব কটি আসনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে তুলতে এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী দিনের জন্য জাতি আমাদের দিকে চেয়ে আছে। নেত্রী যা নির্দেশ দেবেন আমরা তা মেনে চলবো। বিএনপি-জামাতীদের মনোবলে চির ধরেছে। ওরা বিপর্যস্ত। বাস্তবতা মেনে বলতে হয়। শেখ হাসিনা যদি আগামী ৫ বছর ক্ষমতায় থাকেন তবে আজকের বাংলাদেশ বদলে আরও উন্নত হবে।’

কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বিজয়ের লক্ষে আমাদের সর্বশক্তি প্রয়োগ করে এবারের নির্বাচনে নামতে হবে। আমাদের বিজয় ছাড়া বিকল্প কিছু নেই। কেননা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের একে একে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করে চলেছেন। জাতির জনকের আত্মস্বীকৃত খুনিদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার নিশ্চিত করছেন। তাই আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, ধর এ প্রথম বাংলাদেশে রাষ্ট্রক্ষমতার ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। এ ধারাবাহিকতা বজায় রেখে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার প্রশ্নাতীত দেশপ্রেম তাকে সকল প্রকার বিপদমুক্ত হতে সাহসী করে তোলে। আমাদের উচিত তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিষদাঁত ভেঙে দিতে হবে। তাদের সঙ্গে কোন আপোস নয়।

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, সময় আর বেশি নেই। আর অবহেলা নয় সরকারের উন্নয়নের সুফল জনগণ পেতে চলেছে। আরও উন্নয়ন ও গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশ ২০২১ সালেই উন্নয়নশীল দেশে ও ২০৪১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চলমান কর্মযজ্ঞে নেতাকর্মীদের বলিষ্ঠ ঐক্য প্রয়োজন সবচেয়ে বেশি।

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য্ ড. শিরিন আক্তার।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দিন আহমদ খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম চৌধুরী, অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, আইন সম্পাদক অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, অ্যাডভোকেট আবদুর রশিদ, বোরহান উদ্দিন এমরান, মুজিবুল হক, আবদুল কাদের সুজন, ডা. তিমির বরণ চৌধুরী, শাহনেওয়াজ হায়দার শাহীন, ফারুক চৌধুরী, নাছির উদ্দিন, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, আবদুল মোতালেব সিআইপি, কুতুব উদ্দিন চৌধুরী, নুরুল আমিন চৌধুরী, এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, খোরশেদ আলম, সালাউদ্দিন হিরু, অধ্যাপক আবদুল মান্নান, এম এ মালেক, নুরুল আবছার, বিজয় কুমার বড়ুয়া, নুরুল কাইয়ুম খান, দেবব্রত দাশ, নাছির আহমদ, আবু সুফিয়ান, মো. মুছা, ছিদ্দিক আহমদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও পৌর মেয়র মো. জোবায়ের, সাধারণ সম্পাদক চৌধুরী মো. গালিব, জহুরুল ইসলাম জহুর, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হাকিম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক, নাছিমা আক্তার চৌধুরী, অ্যাডভোকেট কামেলা খানম রূপা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ সম্পাদক রাশেদুল আরেফিন জিসান, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু তাহের প্রমুখ।

শেয়ার করুন