কর বৃদ্ধি ও সরকারি ব্যয় হ্রাসের সিদ্ধান্ত
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন জর্ডানের প্রধানমন্ত্রী

জর্ডানে সম্প্রতি কর বৃদ্ধি ও সরকারি ব্যয় হ্রাসের সিদ্ধান্ত সম্বলিত বিল পাশ করার পর দেশটিতে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী হানি আল-মুলকি। বিক্ষোভের মুখে বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে বৈঠকের পর সোমবার (৪ জুন) তিনি পদত্যাগের ঘোষণা দেন।

গত চার দিন ধরে রাজধানী আম্মানসহ অন্য শহরগুলোতে ব্যাপক গণবিক্ষোভ চলছিল। বিক্ষোভকারীরা সরকারকে বিলটি বাতিলের আহ্বান জানিয়ে আসছিলেন। একইসঙ্গে তারা প্রধানমন্ত্রী মুলকির পদত্যাগও দাবি করছিলেন। মুলকি ২০১৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। আঞ্চলিক অস্থিরতা এবং একটি উদ্বাস্তু সংকটের মধ্যে দেশটিতে অর্থনৈতিক উন্নয়নের জন্য তিনি প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন।

মুলকি পদত্যাগের পর বাদশাহ আব্দুল ওমর আল রাজ্জাজকে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাংকের সাবেক এই অর্থনীতিবিদ দেশটির জনগণের নিকট একজন গ্রহণযোগ্য ব্যক্তি।

শেয়ার করুন