রনির মুক্তির দাবিতে ছাত্রলীগের মিছিল-সমাবেশ

চট্টগ্রাম : বিজ্ঞান কলেজের অধ্যক্ষের দায়ের করা চাঁদাবাজির মামলায় কারাগারে যাওয়া নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির মুক্তির দাবিতে মিছিল-সমাবেশ করেছে তার অনুসারী ছাত্রলীগ নেতাকর্মী।

এর আগে সোমবার (৪ জুন) সকালে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানের করা একটি চাঁদাবাজির মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

কারাগারে পাঠানোর খবরে রনির অনুসারী নেতাকর্মীরা দুপুরে রনিকে দেখতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যান। পরে দুপুর ১টার দিকে নগরের জেল গেট থেকে রনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মিছিল বের করা হয়। মিছিলটি নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে ছাত্রলীগ নেতারা অবিলম্বে রনির মুক্তির দাবি জানান।

বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি ফররুখ আহমেদ পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানী জনি, সাবেক ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নুর চৌধুরী তপু, উপ-সম্পাদক এম এ হালিম শিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য জিএস করিম, উপ-সম্পাদক মিজানুর রহমান, এম আর হৃদয় প্রমুখ। এসময় এমইএস কলেজ, সিটি কলেজ, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজসহ নগরের বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন