লামায় সামাজিক নিরাপত্তা বলয় সম্পর্কে অবহিতকরণ সেমিনার

লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় সামাজিক নিরাপত্তা বলয় সম্পর্কে অবহিতকরণ সেমিনার বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি সিএইচটি প্রকল্পের উদ্যোগে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি দরদরী মার্মা পাড়ায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মো. আলী হোসেন।

প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্যাপলিং প্রকল্পের সিল্ক কর্মকর্তা জুয়েল তালুকদার, সাংবাদিক মো. নুরুল করিম আরমান, পাড়া কারবারী মংচিংহ্লা মার্মা বিশেষ অতিথি ছিলেন। মাঠ সহায়ক ইটা চাকমার সঞ্চালনায় সেমিনারে প্রকল্পের সিনিয়র মাঠ সহায়ক উজ্জ্বল চাকমা, পলাশ চাকমাসহ প্রকল্পের উপকারভোগী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

সেমিনারে সরকারী বেসরকারী সংস্থা কর্তৃক প্রদত্ত সেবা সমূহ সহজ প্রাপ্তির বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন
অতিথিরা।

শেয়ার করুন