গাজীপুরে অসহায়, বিধবা ও দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ


গাজীপুরে অসহায়, বিধবা ও দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

গাজীপুর : জেলার অসহায়, বিধবা ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ।

বৃহস্পতিবার (৭জুন) দুপুরে গাজীপুর জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অসহায়, বিধবা ও দরিদ্র নারীদের মাঝে একটি করে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের সদস্য এস.এম মোকসেদ আলম, সদস্য দিলরুবা ফায়জিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যবৃন্দ।

সেলাই মেশিন বিতরণের সময় অসহায়, বিধবা ও দরিদ্র নারীদের উদ্দেশ্য করে প্রধান অতিথি আখতারউজ্জামান বলেন, আপনাদের দারিদ্র মোচন করতে সেলাই মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, নারীদের এ সরকার সবচেয়ে বেশি স্বাধীন ভাবে বাঁচতে শিখিয়েছেন। সমাজে নারী-পুরুষের বৈষম্য দূর করতে দিন রাত কাজ করে যাচ্ছেন। সমাজে নজরবন্দি না থেকে সব নারীকে ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখিয়েছেন।