জামিন পেয়ে রনি : একটি থাপ্পরের জন্য চাঁদাবাজির মামলা হতে পারে না

চট্টগ্রাম : একটি থাপ্পরের জন্য চাঁদাবাজির মামলা হতে পারে না দাবী করে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেছেন, ‘আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই, একটি থাপ্পরের জন্য কখনোই চাঁদাবাজির মামলা হতে পারে না। ওইদিন যদি আমি একটি থাপ্পর না মারতাম তাহলে ৯০০ জনেরও অধিক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতো না। আদর্শিক রাজনীতির চর্চা করতে গিয়ে ও সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াতে গিয়ে আমাকে কারাবরণ করতে হয়েছে। সুস্থ রাজনীতির ধারাকে বাধাগ্রস্থ করতে আমার নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’

বৃহস্পতিবার (৭ জুন) বিজ্ঞান কলেজের অধ্যক্ষের করা মামলায় জামিন পাওয়ায় নগরের কলেজ, থানা ও ওয়ার্ড ছাত্রলীগ আয়োজিত আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

এসময় রনি সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী ও মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামীতেও জামাত-শিবির-মাফিয়া চক্রের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মনসুর, কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী জাফর উল্লাহ, মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মো. সাজ্জাদ হোসাইন, ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, আখতার হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইয়াসিন আরাফাত কচি, আমিনুল করিম, নগর ছাত্রলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদক মণ্ডলীর সদস্য আবদুল হালিম মিতু, আবু হানিফ রিয়াদ, কাজী মাহমুদুল হাসান রনি, মিজানুর রহমান মিজান, আবদুল বাসেত বাতেন, মহানগর ছাত্রলীগ নেতা তোছাদ্দেক নূর চৌধুরী তপু, রাকিবুল ইসলাম সেলিম, শেখ তৌহিদ আরদিন, খোরশেদ আলম, এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা আশিকুন্নবী আশিক, তোফায়েল আহমেদ মামুন, কামরুল ইসলাম রাসেল, মামুন ইসলাম, সুলতান আহমেদ ফয়সাল, শরীফুল ইসলাম শাকিল, রুবেল সরকার, নুরুন্নবী শাহেদ, শাহাদাত হোসেন পারভেজ, রফিক হোসেন, ধর
ইয়াকুব রিজভী, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, জাবেদুল ইসলাম জিতু, মনিরুল ইসলাম, নাজমুল ইসলাম, শরফুল ইসলাম মাহি, মহিসন কলেজ ছাত্রলীগ নেতা কাজী নাঈম, মায়মুন উদ্দিন মামুন, আনোয়ার পলাশ পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা শাহজাদা চৌধুরী, নোমান চৌধুরী রাকিন, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহ আলম মোমিন, ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক, ওয়ার্ড ছাত্রলীগ নেতা জুবায়দেল আলম আশিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে কারাগার থেকে বের হয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমানত শাহ (রহ.) মাজার জিয়ারত করেন নুরুল আজিম রনি।

শেয়ার করুন