সরকারের ধারাবাহিকতা থাকলে দারিদ্র্যের হার আরও কমবে : মেয়র

চট্টগ্রাম : ‘আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী ৫ বছরের মধ্যে এদেশে দারিদ্র্যের হার আরও কমে ১১ থেকে ১২ শতাংশে নেমে আসবে। আওয়ামী লীগ সরকারের সুদক্ষ নেতৃত্বে দেশ পরিচালনার কারণে গত ১০ বছরে দারিদ্র্যের হার ৪৪ শতাংশ থেকে নেমে ২২ শতাংশে পৌঁছেছে।’

শুক্রবার (৮ জুন) ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিরের আত্মার মাগফেরাত কামনায় মীর মহল প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মেয়র বলেন, বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। বিশ্বের বুকে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। শিক্ষা বিস্তারে সরকার গৃহিত নানামুখী উদ্যোগ একে একে বাস্তবায়িত হচ্ছে। গরিব মেধাবী কোটা চালু, শিক্ষা বৃত্তি প্রদান, বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি, নারী শিক্ষার অগ্রাধিকারসহ প্রত্যেকটি ক্ষেত্রে সরকার ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব পেলে প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে পুনর্মূল্যায়ন করা হবে। পঞ্চম শ্রেণির প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে সপ্তম শ্রেণি পর্যন্ত অবৈতনিক পর্যায়ে উন্নীত করা হবে।

মরহুম হাবিবুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আলম, চট্টগ্রাম আইন কলেজের সাবেক সভাপতি এসএম মহিউদ্দিন মহিম,এম মহিউদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এলাকার ৪০০ জন গরিব-দুঃখীকে ইফতার সামগ্রী দেওয়া হয়।

শেয়ার করুন