
অমিতাভ বচ্চন ও আলিয়া ভাট। দুজনের মধ্যে বয়সের ব্যবধান প্রায় ৫০ বছরের। কিন্তু দুজনের মধ্যে বন্ধুত্ব বেশ দারুণ। তাই তো টুইটারে তাদের বন্ধুত্বপূর্ণ কথোপকথনে মজেছে ওয়েব দুনিয়া৷
‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেটে অমিতাভের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে আলিয়া তার টুইটারে একটি স্ট্যাটাস পোস্ট করেন। সেই পোস্টের একটি বানান ভুল লিখেছিলেন আলিয়া৷ সেই বানানটি ঠিক করে দিয়েছেন বিগ বি৷ তাদের এই কথোপকথনই এখন রীতিমতো ভাইরাল৷
আলিয়া তার টুইটে লিখেছিলেন, ‘অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করা মানে জীবনের সব থেকে মূল্যবান সময় কাটানো৷ শুটিংয়ের প্যাকআপের পরও তিনি ব্যাক স্টেজে দাঁড়িয়ে থেকে কিউ দেন৷ আমার ভাষায় প্রকাশ করতে পারব না, যে আমি ওনার থেকে কত কী শিখতে পারছি? শুটিং ফ্লোরে বসে ওনাকে শুধু লক্ষ্য করে গেলেও একটা মানুষ অনেক কিছু শিখতে পারবে৷’
এর উত্তরে অমিতাভ লিখেছেন, ধন্যবাদ আলিয়া৷ তুমি ভীষণই মিষ্টি একটা মেয়ে৷ আর হ্যাঁ, কথাটা, ‘ques’ নয়, ‘cues’ ৷
এই উত্তরে স্বাভাবিকভাবেই খানিক লজ্জা পেয়ে গিয়েছেন অভিনেত্রী৷ এভাবে সোশ্যাল মিডিয়ায় বানানে ভুল ধরে দেয়াটা কম লজ্জার কথা নয়৷ তবে অমিতাভ বচ্চনের মতো ব্যক্তিত্ব ভালোবেসে ভুল ধরে দিলে কার না ভালো লাগে৷
অমিতাভ এতটাই নম্রভাবে অভিনেত্রীর বানান ঠিক করেছেন, যে নিন্দুকরা এই পোস্ট থেকে কোনো গসিপ বের করতে পারবেন না