চট্টগ্রামে পেশাদার চাঁদাবাজ গ্রেফতার

চট্টগ্রাম : নগরীর মোমিন রোডের চেরাগী পাহাড় মোড় থেকে এক পেশাদার চাঁদাবাজকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার (৮ জুন) বিকেলে লিয়াকত আলীকে(৩২) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, লিয়াকত কুমিল্লার লাকসাম থানার উৎসব পদুয়া হাজী চান মিয়ার বাড়ির মৃত মনোয়ার আলীর ছেলে। মোমিন রোডে কদম মোবারক এতিমখানার পাশে গণপূর্ত অধিদপ্তরের পরিত্যক্ত একটি ভবনের নির্মাণ কাজের দায়িত্ব পান প্রদীপ আচার্য্য। তার কাছ থেকে স্থানীয় কয়েকজন বেশ কিছুদিন ধরে চাঁদা চেয়ে আসছিল বলে অভিযোগ।

‘সবশেষ শুক্রবার দুপুর সোয়া ২টায় নির্মাণাধীন ওই বাড়িতে মোটরসাইকেল নিয়ে যান লিয়াকত ও হারুন নামের দুইজন, তখন তারা চাঁদার দাবিতে ত্রাস সৃষ্টি করেন এবং কর্মরত তিন শ্রমিককে সেখানকার একটি কক্ষে আটকে রাখেন। শ্রমিকদের টাকা ও মোবাইলও কেড়ে নেয় তারা।’

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, ‘এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শ্রমিককে উদ্ধার করে। পরে লিয়াকতকে মোটরসাইকেল, একটি ছোরা ও ছিনিয়ে নেয়া এক শ্রমিকের মোবাইলসহ গ্রেফতার করা হয়। ’

ওসি বলেন, ‘লিয়াকত পেশাদার চাঁদাবাজ বলে আমরা তথ্য পেয়েছি। তার বিরুদ্ধে কোতোয়ালী ও চকবাজার থানায় আগে থেকে চারটি মামলা ছিল। এসব মামলা এখন আদালতে বিচারাধীন আছে।’

শুক্রবারের ঘটনায় ভুক্তভোগী প্রদীপ আচার্য্য বাদী হয়ে লিয়াকত ও পলাতক হারুনের বিরুদ্ধে মারধর ও মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে কোতোয়ালী থানায় মামলা করেছেন। এ ছাড়া ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা করেছে।

শেয়ার করুন