তালিকায় প্রয়াত বক্সার মোহাম্মদ আলী
দণ্ডপ্রাপ্ত ৩ হাজার লোককে ক্ষমা করতে যাচ্ছেন ট্রাম্প

খ্যাতিমান প্রয়াত বক্সার মোহাম্মদ আলীসহ ৩ হাজার লোককে ক্ষমা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের ক্ষমতাবলে তিনি এদেরকে ক্ষমা করতে যাচ্ছেন বলে শুক্রবার জানিয়েছে রয়টার্স।

প্রেসিডেন্ট ট্রাম্প কানাডায় জি-৭ সম্মেলনে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আমাদের কাছে ৩ হাজার লোকের নাম আছে। যাদের ক্ষমা করতে যাচ্ছি তাদের অনেকেই ন্যায়বিচার পাননি। অনেক ক্ষেত্রে তাদের দণ্ড খুব বেশি দেওয়া হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এদের অনেকে খুব পরিচিত এবং আপনারা ভালভাবে তাদের চেনেন। আমার স্মৃতি এখনো খুব ভাল আছে। আমি মোহাম্মদ আলীর কথা চিন্তা করছি। আমি খুবই গভীরভাবে বিষয়টি বিবেচনা করছি’।

বক্সার মোহাম্মদ আলী ১৯৬৭ সালে ভিয়েতনাম যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এজন্য তাকে ৫ বছরের কারাদন্ড দেওয়া হয়। তবে তিনি কারাগারে যাননি। পরে ১৯৭১ সালে আদালত দণ্ড থেকে মোহাম্মদ আলীকে মুক্তি দেয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তারপরও মোহাম্মদ আলীকে কেন ক্ষমা করতে চাইছেন সেই বিষয়টি স্পষ্ট নয়।

শেয়ার করুন