বাবা ছেলেকে হামলার ঘটনায়
দুই ছিনতাইকারী গ্রেফতার ফটিকছড়িতে

ফটিকছড়িতে আটক দুই ছিনতাইকারী। ছবি : প্রতিনিধি

এইচএম সাইফুদ্দিন (চট্টগ্রাম) : বাবা ও ছেলেকে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। আটকরা হলেন-আজিমপুর এলাকার জানে আলমের পুত্র ইছহাক প্রঃ জিহান (১৯) ও মৃত আবুল বশরের পুত্র আকবর হোসেন (১৮)।

শনিবার (৯ জুন) তাদের আটক করা হয়।

উল্লেখ্য, সোমবার (৭জুন) দিবাগত রাত ১০টায় আজিমপুর বাজারে ব্যবসায়ী আব্দুল খালেক ও তার ছেলে আব্দুল গণিকে আজিম চৌধুরী বাজার থেকে দোকান বন্ধ করে নিজ বাড়ী যাবার পথে হালদা খালের পাড়ে ৪/৫ জন অজ্ঞাত দুস্কৃতিকারী ধারালো অস্ত্র দ্বারা মাথায় ও গলায় গুরুতর জখম করে। এসময় তাদের কাছে থাকা নগদ ৫০-৬০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় দুবৃত্তরা। ঘটনায় আব্দুল খালেকের ছেলে মোঃ নাছির উদ্দিন বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

পরে মামলা পাওয়ার সাথে সাথে অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারদের সহযোগিতায় দুই দুবৃত্তকে আটক করা হয়।

পুলিশী জিজ্ঞাসাবাদে দুই দুবৃত্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এবং তাদের অপর ৩ সহযোগীর নাম প্রকাশ করেছে। ধৃত আসামীদের দেওয়া তথ্যমতে ঘটনার সময় ব্যবহৃত ১টি ছোরা, ১টি কাঠের লাঠি এবং ছয় হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।