শেরপুর : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, নকলা-নালিতাবাড়ীর এমপি ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের যুব সমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে ৩৬০টি মদের লাইসেন্স প্রদানের মাধ্যমে বাংলাদেশে মাদক ব্যবসা চালু করেন। সে ধারাবাহিকতায় বর্তমানে মাদক বাংলাদেশে ভয়াবহ সমস্যায় পরিণত হয়েছে। আর মাদক নির্মুলকে চ্যালেন্স হিসেবে গ্রহণ করে অভিযান পরিচালনা করছে। এতে কেবল মাত্র চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে মারা যাচ্ছে। শেখ হাসিনা বিনা কারণে কোন মায়ের বুক খালি করেন না।
শনিবার (৯ জুন) দুপুরে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে ঈদ-উল ফিতরের উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠান উপলক্ষে দিশারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
শেরপুর জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নকলা উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক আলতাব আলীসহ দলীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সফরে মন্ত্রী উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম ও ৯ম শ্রেণির মেধাবী প্রথম দশজনের মাঝে মোট ৫১০টি থ্রিপিস, ৪৮০টি শাড়ি, দশম শ্রেণির মেধাবী প্রথম দশজন করে মোট ৪৮০ জন শিক্ষার্থীর মাঝে ৫শ করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা প্রনোদনা বিতরণ করেন। এছাড়াও গরীব ও দুঃস্থদের মাঝে শাড়ি, ট্রাউজার-গেঞ্জি সেট, শার্ট ও খেজুর বিতরণ করেন।