সম্মিলিত ঈদ আনন্দ উৎসব উদযাপন পরিষদ গঠিত

নিয়াজ মোর্শেদ এলিট-আহবায়ক, আশফাক আহমেদ-সদস্য সচিব, খোরশেদ আলম প্রধান সমন্বয়কারী

চট্টগ্রাম : সিটি কর্পোরেশন মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বারের মত বন্দর নগরী চট্টগ্রামে দু দিনব্যাপী সম্মিলিত ঈদ আনন্দ উৎসব উদযাপিত হবে। অনুষ্ঠান সূচীতে রয়েছে আলোচনা সভা, বেতার টেলিভিশন ও নবপ্রজন্মের শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, দলীয় নৃত্যানুষ্ঠান, বৃন্দ আবৃত্তি, যাদু, মুকাভিনয়, মঞ্চ নাটক, চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন, সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

নগরীর আন্দরকিল্লাস্থ নগর ভবন চত্বরে আয়োজিত ঈদ আনন্দ উৎসব চলবে ২২ ও ২৩ জুন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ জুন) সকালে নগরীর মোমিন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা ঈদ আনন্দ উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবদুল মান্নান ফেরদৌস’র সভাপতিত্বে যুগ্ম সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা ইয়াছির আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন খুলশী ক্লাব চট্টগ্রাম এর সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক নিয়াজ মোর্শেদ এলিট, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশফাক আহমেদ, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব অরুণ চন্দ্র বণিক, রাজনীতিক ইকবাল চৌধুরী, সঙ্গীতশিল্পী আলাউদ্দিন তাহের, সাবেক ছাত্রনেতা সুমন দেবনাথ, আবুল বশর, আবু মোহাম্মদ মহিউদ্দিন, আবু সুফিয়ান, সাংস্কৃতিক সংগঠক শওকত আলী সেলিম, নজরুল ইসলাম মোস্তাফিজ, শিল্পী কামরুল আজম চৌধুরী টিপু, শিল্পী কাজল দত্ত, রুপম মুৎসুদ্দী টিটু, সংস্কৃতিকর্মী ডাঃ আশীষ চৌধুরী, তানভীরুল ইসলাম নাহিদ, পলাশ কুমার দেব, মুজিবুর রহমান, দিলীপ সেন গুপ্ত, সুজিত চৌধুরী মিন্টু, প্রণবরাজ বড়–য়া, মো: এনাম উদ্দিন, ওমর ফারুক সুমন, অনিন্দ্য দেব, হানিফুল ইসলাম হানিফ, নারায়ণ দাশ, ইমরান সোহেল, সোনিয়া সালাম, রুমকি সেন গুপ্ত প্রমুখ।

প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিনকে প্রধান পৃষ্ঠপোষক, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীকে প্রধান উপদেষ্টা, সংসদ সদস্য সাবেক মন্ত্রী ডাঃ আফসারুল আমিন, সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী কে উপদেষ্টা করে, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক নিয়াজ মোর্শেদ এলিটকে আহবায়ক ও জালাল আহমেদ ফাউন্ডেশনের সভাপতি ও পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশফাক আহমেদকে সদস্য সচিব ও সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলমকে প্রধান সমন্বয়কারী করে ৫১ সদস্য বিশিষ্ট সম্মিলিত ঈদ আনন্দ উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়।

শেয়ার করুন