গাজীপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে ২ যাত্রী নিহত

আতিকুর রহমান : গাজীপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় দুই পুরুষ যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জুন) সন্ধ্যায় জামালপুরগামী কমিউটার ট্রেন থেকে নিচে পড়ে ঘটনাস্থালেই তাদের মৃত্যু হয়। পুলিশ
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় বলতে পারেনি।

জয়দেবপুর রেল জংশন পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে বসে দুই পুরুষ যাত্রী ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গাজীপুরের ধীরাশ্রম স্টেশনের আউট সিগনালে এসে পৌঁছালে হঠাৎ ছাদ থেকে তারা নিচে পড়ে যান।
এতে ট্রেনে কাটা পরে দুজনই ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, তাদের পরনে ছিল প্যান্ট-শার্ট। বয়স আনুমানিক ২৫-৩০ এর মধ্যে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।