শেরপুরের কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপন

নাঈম ইসলাম (শেরপুর) : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সাথে মিল রেখে শেরপুরের ৭টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে আজ (শুক্রবার)।

শুক্রবার (১৫ জুন) সকালে ঈদের নামাজ আদায়ের মধ্যদিয়ে উৎসবমুখর দিনটি উদযাপন শুরু হয়। নামাজশেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের আনন্দ উপভোগ করেন। তবে আজ সন্ধ্যায় দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা না গেলেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে কাল (শনিবার)। কারণ মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা এবং ঈদ উদযাপন করা হয়।

গ্রামগুলো হলো শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয় আনি পাড়া, নকলা উপজেলার নারায়নখোলা ও চরকৈয়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল।

ঈদ জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভিতরে নামাজে অংশ নেন।