১০ ট্রাক অস্ত্র মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সড়ক দূর্ঘটনায় নিহত

২০১৪ সালে হেলাল উদ্দিন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) লাভ করেছিলেন (ফাইল ছবি)

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন ভূঁইয়া ফেনীতে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন ।

রোববার (১৭ জুন) দুপুরে ফেনীর রামপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।

হাইওয়ে পুলিশের মহিপাল থানার এসআই আশিকুর রহমান জানান, রোববার কুমিল্লার বাসা থেকে নিজে গাড়ি চালিয়ে চট্টগ্রামে ফিরছিলেন হেলাল। রামপুর এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ পুলিশের ১৯৯৫ ব্যাচের সার্জেন্ট হেলাল ২০০৪ সালে আলোচিত ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের সময় ছিলেন চট্টগ্রামের বন্দর থানার কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।

সর্বশেষ তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার পেট্রোল ইন্সেপেক্টর (পিআই-বন্দর) হিসেবে কর্মরত ছিলেন।

হেলালের সহকর্মী ও ১০ ট্রাক অস্ত্র মামলার আরেক সাক্ষী মো. আলাউদ্দিন বর্তমানে ফেনী জেলা পুলিশের ওসি (রেশন স্টোর) হিসেবে দায়িত্বে আছেন।

শেয়ার করুন