মারা গেছে বিশ্বের প্রবীণতম সুমাত্রান ওরাংওটাং

বিশ্বের প্রবীণতম সুমাত্রান ওরাংওটাং ‘পুয়ান’ (সংগৃহীত ছবি)

মারা গেল বিশ্বের সবচেয়ে বেশি বয়সী সুমাত্রান ওরাংওটাং ‘পুয়ান’। সোমবার (১৮ জুন) ৬২ বছর বয়সী সুমাত্রান ওরাংওটাংটি অস্ট্রেলিয়ার পার্থ চিড়িয়াখানায় বার্ধক্যজনিত কারণে মারা যায়।

১৯৬৮ সালে মালয়েশিয়া অস্ট্রেলিয়ার চিড়িয়াখানাকে পুয়ানকে উপহার দেয়। তখন থেকে এ চিড়িয়াখানায় বাস করছে সুমাত্রান ওরাংওটাংটি।

বিবিসির খবরে বলা হয়েছে, পুয়ানের ১১টি সন্তান আছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া ও সুমাত্রার অরণ্যে ছড়িয়ে আছে তার ৫৪ জন উত্তরসূরি। ১৯৫৬ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় জন্মগ্রহণ করে পুয়ান। ২০১৬ সালে সুমাত্রান ওরাংওটাংটি বেশি বয়সী হিসেবে গিনেজ বুক ওয়ার্ল্ডে রেকর্ড করে।

শেয়ার করুন