আওয়ামীলীগ নেতা হত্যা: বিক্ষোভ ও প্রতিবাদ সভা সুনামগঞ্জে

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে উপজেলাসহ গোটা শহর। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা থেকে খুনিদের গ্রেফতার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী তুলেছেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

শুক্রবার (২২জুন) রাতে নিখোঁজ হওয়া পর রবিবার (২৪ জুন) এ এস পি সার্কেল দুলন মিয়া ও ছাতক থানার ওসি আতিকুর রহমানের নেতৃত্বে খুরমা ইউনিয়নের পাতলাচুড়া বিল থেকে ফারুক মিয়া’র ভাসমান লাশ উদ্ধার করেছে। ফারুক মিয়া উত্তর খুরমা ইউনিয়নের পুরান মৈশাপুর গ্রামের মৃত মাষ্টার আব্দুস সাত্তারের পুত্র।

এদিকে ফারুক মিয়া’র স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান বিল্লালের পরিকল্পনায় ও মদদে তার সহচররা আমার স্বামীকে খুন করেছে। তাকে গুম করার জন্য ইট বেঁধে বিলের পানিতে তলিয়ে দেয়া হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার রাতে জালালপুর-কাঞ্চনপুর সড়কের পাশের নিজ দোকান থেকে বাড়ী ফেরার পথে ফারুক মিয়া নিখোঁজ হন।

ফারুক মিয়ার মৃতদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।

এ ব্যাপারে উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ জানান, গ্রামের একটি পক্ষের সাথে তার বিরোধ ও মামলা-মোকদ্দমা রয়েছে। এনিয়ে হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারে।

ওসি আতিকুর রহমান জানান, এঘটনায় থানায় এখনো কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

রোববার বিকেলে আওয়ামীলীগ নেতা ফারুক মিয়াকে গুম ও হত্যার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন। মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী ২৪ ঘন্টার মধ্যে এমপি মানিকের ভাই, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদসহ ফারুক মিয়ার খুনীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন।

অন্যথায় আওয়ামীলীগ নেতা ফারুক মিয়া হত্যার বিচারের দাবীতে দলীয় নেতা-কর্মীরা রাজপথে আন্দোলন নেমে আসবে।

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, আওয়ামীলীগ নেতা শাহীন আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, আখলাকুর রহমান, সাইফুল ইসলাম, রুহুল আমিন তালুকদার, নিজাম উদ্দিন, কল্যানব্রত দাস, নুর উদ্দিন, কামাল উদ্দিন, আজাদ মিয়া মেম্বার, এমএ কাদের, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন চয়ন, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাতক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, সহ সভাপতি আব্দুল কাদির প্রমুখ বক্তব্য রাখেন

শেয়ার করুন