প্রধানমন্ত্রিকে হুমকি
মির্জা আকবরসহ বিএনপির ১২ নেতা-কর্মী কারাগারে

প্রধানমন্ত্রিকে হুমকি দেওয়ার ফটিকছড়ি ছাত্রলীগের করা মামলায় বিএনপির সাবেক সহ সভাপতি মীর্জা আকবরসহ ১২ নেতা কর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রবিবার (২৪ জুন) পুনরায় জামিন আনতে গেলে চট্টগ্রাম জজকোর্ট জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণ করেন।

১২ নেতাকর্মীরা হলেন, সাবেক সহ সভাপতি মীর্জা আকবর, সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব সরোয়ার আলমগীর, ফটিকছড়ি বিএনপি নেতা এম.শহিদুল আজম চেয়ারম্যান, ফটিকছড়ি পৌরসভা যুবদলের আহবায়ক সরোয়ার মফিজ, মহিব্বুল্লাহ বাহার, আবু আজম, আবুল কালাম, উত্তরজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোরশেদ হাজারি, ছাত্রদল নেতা এমদাদ, ইঞ্জিনিয়ার মুন্না, একরামুল ইসলাম, সাইমুন করিম

উল্লেখ্য, গত রমজান মাসে ফটিকছড়ি জে.ইউ পার্কে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস কাদের চৌধুরী বক্তব্যের মাঝে প্রধানমন্ত্রিকে হুমকি দেওয়ার অভিযোগে ফটিকছড়ি ছাত্রলীগের সভাপতি জামালের করা গিয়াস কাদের চৌধুরী ও বিএনপির অজ্ঞাত নেতা কর্মীদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

এ খবর নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় নেতা কাদের গনি চৌধুরী তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে আটক নেতা-কর্মীদের মুক্তি দাবী করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফটিকছড়ি উপজেলার আমীর ও ছাত্রশিবিরের সভাপতি যৌথ বিবৃতিতে বলেন, সরকারের মিথ্যা বানোয়াট মামলায় ২০ দলীয় নেতা কর্মীদের মুক্তি না দিয়ে কারাগারে প্রেরণ করেছে। তাই আমরা নিঃশর্ত মুক্তি দাবী করছি।

শেয়ার করুন