অবৈধ অভিবাসীদের বিচারিক প্রক্রিয়া ছাড়াই ফেরত পাঠানো উচিত : ট্রাম্প

যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, কোনও রকম বিচার প্রক্রিয়া শুরুর আগেই তাদের অবিলম্বে নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, সাম্প্রতিক এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অভিবাসী অধিকার বিষয়ক আইনজীবীরা।

তারা বলেছেন, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না করে অভিবাসীদের ফেরত পাঠানো মার্কিন সংবিধান- বিরোধী হবে। কেননা, মার্কিন সংবিধান যুক্তরাষ্ট্রের নাগরিক ও সেখানে অবস্থানরত সকলের জন্য সমানভাবে প্রযোজ্য।

রবিবার কয়েকটি ধারাবাহিক টুইটে ট্রাম্প লিখেন, আমরা আমাদের দেশে এসব অনুপ্রবেশকারীদের ঢুকতে দিতে পারি না। কেউ যখন প্রবেশ করে, তখন অবিলম্বে কোন বিচারক বা আদালতে মামলা ছাড়াই, তাদেরকে তারা যেখান থেকে এসেছে, সেখানে ফেরত পাঠানো উচিত।