চট্টগ্রাম : নগরীর বাকলিয়া এলাকায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনার পরপরই বাকলিয়া থানা পুলিশ, সিআইডি, পিবিআই ও নগর গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ বলছে পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছে।
বুধবার (২৭ জুন) সকালে মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ইনহাস বিনতে নাছির নামের ১২ বছর বয়সী মেয়েটি নগরীর মেরন সান স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তাদের বাসা বাকলিয়া থানাধীন ল্যান্ডমার্ক আবাসিক এলাকার লায়লা ভবনে। বাবা মোহাম্মদ নাছির সৌদি আরবে থাকেন। সকালে মেয়েটি গলা কাটা অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন এক আত্মীয়।
মেয়েটির মা নাসরিন আক্তার খুশবু বলেন, তার তিন মেয়ের মধ্যে ইনহাস সবার বড়। সকাল ৮টার দিকে তিনি মেজো মেয়েকে স্কুলে দিতে বাইরে যান। ঘরে তখন ইনহাস আর আড়াই বছর বয়েসী ছোট মেয়ে ছিল। ৯টার দিকে বাসায় ফিরে তিনি ঘরের দরজা আধা খোলা অবস্থায় দেখতে পান। পরে ইনহাসের ঘরে গিয়ে তাকে বালিশ চাপা অবস্থায় শোয়ানো দেখতে পান।
“ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বালিশ তুলে দেখি রক্তে ভেসে যাচ্ছে। তখন আমি চিৎকার দিলে পাশের বাসা থেকে আমার জা ছুটে আসেন। পরে মেয়েকে মেডিকেলে নেওয়া হয়।”
পরিবারের দাবি, আলমারি থেকে তাদের বেশ কিছু গয়না খোয়া গেছে। তবে শোবার ঘরের ওয়ারড্রব অক্ষত আছে।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ওই বাসার আলমারির কাপড় তছনছ করা হলেও বেশকিছু ইমিটেশনের গয়নায় হাত দেওয়া হয়নি। আলমারি ভাঙার কোনো আলামত পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, আলমারির চাবি ঘরের মেঝেতে পড়ে ছিল। “আমরা সব কিছু খতিয়ে দেখছি। সব দিক মাথায় রেখেই পুলিশ তদন্ত করছে।”