প্রাইভেট কার জব্দ
ইয়াবা ব্যবসায়ী দিদার বলী ময়মনসিংহে আটক

চট্টগ্রাম : বহুল আলোচিত জব্বারের বলী খেলার পরিচিত মুখ দিদার বলী পেশাদার ইয়াবা ব্যবসায়ী! বিষয়টি মানুষের মুখে মুখে ছিল। একটু দেরীতে হলেও এবার সত্যি প্রকাশ পেয়েছে। শুধু দিদার বলী নয়, তার আরো তিন সহযোগীকে মরণ নেশা ইয়াবাসহ গ্রেফতার করেছে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ। দিদার বলির কাছে দুইশ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এসময় তার নিজের ব্যবহৃত একটি প্রিমিও ব্রান্ডের প্রাইভেট কারও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৮ জুন) তাদের গ্রেপতার করা হয়।

অন্য তিনজন হলেন, রামুর উমখালি মুক্তার বাপের বাড়ির আবদুল করিমের ছেলে মো. ইসমাইল, পশ্চিম রাজারকুল ধরপাড়ার মৃত আবদুল মান্নানের ছেলে শওকত হোসাইন ও তার গাড়ি চালক পশ্চিম রাজাকুল ধরপাড়ার আবু সৈয়দের ছেলে আবদুল আজিজ।

পরে চারজনকে আসামি করে ময়মনসিংহ সদর থানায় গত ২৯ জুন গোয়েন্দা পুলিশের রাশেদুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।

ময়নমসিংহ গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ সদরের স্টেশন রোড এলাকা থেকে ২৭ জুন রাতে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত: চট্টগ্রামের জব্বারের বলী খেলার ১২ বারের চ্যাম্পিয়ন দিদারুল আলম ওরফে দিদার বলীর গ্রামের বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে। গ্রামের নাম উমখালী। বাবার নাম আশরাফ আলী। প্রতিবছরের বৈশাখ আসলে বিভিন্ন স্থানে বলী খেলায় অংশ নিয়ে কিছু টাকা আয় করেন দিদার বলী। মরণ নেশা ইয়াবা ব্যবসার বদৌলতে ওই দিদার বলি এখন কোটিপতি। রয়েছে নামে বেনামে কোটি টাকার সম্পদও।