সুনামগঞ্জে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর উপজেলায় ২৯পিস ইয়াবাসহ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী শাহজাহান (৩২) কে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃত ইয়াবা ব্যবসায়ী উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের প্রয়াত ইউপি সদস্য মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১ জুলাই) সকালে বাদাঘাট পুলিশ ফাড়িঁর এএসআই মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের শিমুলতলা-গুটিলা সড়ক থেকে আটক করে তাহিরপুর থানার সোর্পদ করা হয়।

এঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, আটক ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বিকালে সুনামগঞ্জ চালান করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।

তিনি আরো বলেন, তাহিরপুর উপজেলাকে মাদকমুক্ত করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন