৮৫টি পাসপোর্ট জব্দ
মালয়েশিয়ায় বৈধ করার আশ্বাসে অর্থ আদায় : বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী শ্রমিকদের ‘রি-হায়ারিং’র মাধ্যমে বৈধ করার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপরাধে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এসময় তার কাছ থেকে ৮৫টি পাসপোর্ট এবং ১৬ হাজার ৬০০ রিঙ্গিত পাওয়া যায়। পরে পুলিশ পাসপোর্ট ও রিঙ্গিত জব্দ করে।

সেলাঙ্গর প্রদেশের সুবাং জায়া এলাকার একটি মিনি মার্কেটে বুধবারের এক অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে ৮৫টি পাসপোর্ট জব্দ এবং ১৬ হাজার ৬০০ রিঙ্গিত উদ্ধার করা হয়। একই দিন ওই এলাকায় অভিযানে অন্তত ৭০ বাংলাদেশিসহ ১১৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, “একটি কোম্পানির মালিকানাধীন ওই মিনি মার্কেট এক বছরের বেশি সময় ধরে অবৈধভাবে রি-হায়ারিং কার্যক্রম চালাচ্ছিল। নিবন্ধনের জন্য প্রত্যেক অবৈধ বিদেশি শ্রমিকের কাছ থেকে সাড়ে ৫ হাজার থেকে ৮ হাজার রিঙ্গিত নেওয়া হয়।”

জব্দ করা পাসপোর্টগুলোর মধ্যে অধিকাংশই বাংলাদেশী।

শেয়ার করুন