মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা
রাইফা হত্যা : দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে

শিশু রাইফা হত্যার প্রতিবাদে ফটিকছড়ি প্রেস ক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশ ফটিকছড়ি উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জুন) বিকেলে পৌর সদরের মুক্তিযোদ্ধা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি প্রেস ক্লাবের আহ্বায়ক আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, ফটিকছড়ি পৌরসভার মেয়র মোঃ ইসমাইল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, জাতীয় পার্টির সভাপতি আফসার উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি বার সমিতির সভাপতি এডভোকেট লিয়াকত আলী চৌধুরী, চট্টগ্রাম জেলা বারের এডভোকেট তরুণ কিশোর দেব, এডভোকেট খোরশেদ আলম।

বক্তারা বলেন, অবিলম্বে শিশু রাইফা হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান রুপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, ইসলামী ফ্রন্টের নেতা মাসুদ কাদেরী, বিবিরহাট বনিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি বজলুর রহিম, ফটিকছড়ি ক্রীড়া সংস্থার সদস্য জাহাঙ্গীর আলম, কলেজ শিক্ষক নেতা এম এম রহমত উল্লাহ, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা ফোরকান উদ্দিন মন্নান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা মৃদুল কান্তি দাশ, শ্রমিক নেতা হাবিবুর রহমান, ছাত্র নেতা শাহরিয়ার সাহেদ, ব্যবসায়ী দৌলত খান ও ফটিকছড়ি প্রেস ক্লাব আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন