রাইফার মৃত্যু
অভিযুৃক্তদের বিরুদ্ধে মামলা করবেন রুবেল খান

চট্টগ্রাম : নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের অবহেলায় আড়াই বছরের শিশু রাইফা খানের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করবেন রাইফার বাবা দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো’র স্টাফ রিপোর্টার রুবেল খান।

শনিবার (৭ জুলাই) রুবেল খান গণমাধ্যমকে বলেন, চিকিৎসকের অবহেলায় আমার ছোট্ট শিশু রাইফার মৃত্যু হয়েছে। বিষয়টি এখন প্রমাণিত। চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ দল তাদের তদন্ত প্রতিবেদনেও রাইফার মৃত্যুতে চিকিৎসকের অবহেলা রয়েছে বলে উল্লেখ করেছেন।

যাদের অবহেলা এবং ভুল চিকিৎসায় আমার মেয়ের মৃত্যু হয়েছে তাদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। শিগগিরই তাদের বিরুদ্ধে মামলা করবো। বলেন রুবেল খান।

এর আগে ২৯ জুন রাতে নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন সাংবাদিক রুবেল খানের মেয়ে রাইফা খান। মৃত্যুর পর থেকেই রাইফার পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং দায়িত্বরত চিকিৎসকদের ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই অকাল মৃত্যু ঘটে রাইফার।

অন্যদিকে, স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি ম্যাক্স হাসপাতালের লাইসেন্সে ত্রুটিসহ ১১টি অসঙ্গতি রয়েছে বলে জানায়।

শেয়ার করুন