
এইচ.এম.সাইফুদ্দীন : চট্টগ্রামের ফটিকছড়িতে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (৭ জুলাই) শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ির থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ফটিকছড়ির পৌরসভার মুনাফখীল এলাকার মোহাম্মদ সফির পুত্র মোহাম্মদ এমদাদ(২৮) কন্যা সাকি(১৯), স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও আমান উল্লাহ’র স্ত্রী রেনো আক্তার (৩০)।
এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৪টি এলজি, ১৯ টি বুলেট, দুইটি চাপাতি, ছয়টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ির থানার ওসি (তদন্ত) বিজন বড়ুয়া বলেন, গোপন সংবাদের ভিত্ততে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এবিষয়ে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। অস্ত্র আইনে আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।















