নাইক্ষ্যংছড়িতে আনোয়ার বাহিনীর তারেক ডাকাত আটক

বান্দরবান : নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে দুর্ধর্ষ ডাকাত ও অপহরণকারী গডফাদার আনোয়ার বাহিনীর আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অপহরণকারী চক্রের সদস্য ঈদগাঁও সদর ইসলামাবাদ ইউনিয়নের মধ‍্যম গজালিয়া এলাকার বেলাল হোসেনের ছেলে তারেকুল ইসলাম (২২) প্রকাশ তারেক ডাকাত।

শুক্রবার (৬ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আবু মুসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার তারেকুল ইসলাম মো. আনোয়ার প্রকাশ আনাইয়া বাহিনীর সক্রিয় সদস্য। ঈদগড় বাইশারী সড়কে অপহরণ ও গর্জনিয়া ডাকাতিসহ রাবার বাগানে অপহরণের সাথে জড়িত রয়েছে মর্মে পুলিশের নিকট স্বীকার করেছে। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারী কক্সবাজারের ঈদগাঁও গজালিয়া এলাকা থেকে ৭০ বছরের বৃদ্ধ সৈয়দুল হককে অপহরণের সাথে ও জড়িত রয়েছে বলে স্বীকার করেছে।তার বিরুদ্ধে রামু থানা, কক্সবাজার সদর থানা, নাইক্ষ্যংছডি থানায় একাধিক ডাকাতি ও অপহরণ মামলা রয়েছে। তাছাড়া তার স্বীকারোক্তিতে অনেক গোপন তথ্য জানা যায় বলে পুলিশ কর্মকর্তা জানান। যাহা তদন্তে স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না।

তারেকুল ইসলামকে নিয়ে অস্ত্র উদ্ধার, অপহরণকারীদের আস্তানাসহ আরো অপহরণকারীদের ধরার জন্য গহীন পাহাড়ের সম্ভাব্য স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ শেখ আলমগীর জানান, আটক কৃত আসামীর বিরুদ্ধ ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আর ওই ডাকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।