জনমনে স্বস্তি
অস্ত্র ও মাদকসহ ৪ মামলার আসামী বোমা রুবেল গ্রেফতার চট্টগ্রামে

চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানার আরেফিন নগরের ত্রাস ও চিহ্নিত সন্ত্রাসী মো. রুবেল প্রকাশ বোমা রুবেলকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭। আটক রুবেল এলাকার আনিসুর রহমানের ছেলে। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটার, ৪টি চাকু, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (৭ জুলাই) রাত ৮টার দিকে বায়েজিদের আরেফিন নগর এলাকার বাইশ কলোনীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী রুবেলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে অস্ত্র ও মাদক পাওয়া গেছে।

অভিযানে অংশ নেয়া র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি ও বাড়ির পাশ্ববর্তী স্থানে লুকিয়ে রাখা অস্ত্র, গুলি, চাকু উদ্ধার করা হয়। এছাড়াও রুবেলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অন্তত চারটি মামলা রয়েছে বলে জানান ওই কর্মকর্তা। অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।

এদিকে, এলাকার চিহ্নিত সন্ত্রাসী রুবেল প্রকাশ বোমা রুবেল আটকের খবর পেয়ে শত শত উৎসুক মানুষ রাস্তা নেমে আসে। অনেকে উল্লাস করে। জিম্মিদশা থেকে মুক্তির আনন্দ প্রকাশ করে ভুক্তভোগী মানুষ। একে অপরের কাছে বিষয়টি বিস্তারিত জানতে চায়। অনেকে বোমা রুবেলকে একনজর দেখতে ভির করে।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, এলাকার ত্রাস, দুর্ধর্ষ সন্ত্রাসী বোমা রুবেল নিজেই বোমাই তৈরি করতে পারে। সে সবসময় সশস্ত্র চলাফেরা করতো। কথায় কথায় মানুষকে বোমা ছুড়ে মারত। জিম্মি করে আটকিয়ে রেখে অর্থ হাতিয়ে নিতো বোমা রুবেল ও তার সঙ্গীরা। তার জিম্মায় আরো অস্ত্র আছে। তার দলে আরো সদস্য রয়েছে বলেও জানান একাধিক ভুক্তভোগী। রুবেল আটকের খবরে তারা স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন। সৃষ্টিকর্তার কাছে শোকিরয়া আদায় করেছেন।

শেয়ার করুন