বহুল আলোচিত ম্যাক্স হাসপাতালে র‌্যাবের অভিযান

চট্টগ্রাম : পরিবেশ ছাড়পত্র ছাড়া ত্রুটিপূর্ণ লাইসেন্স নিয়ে অদক্ষ-অনভিজ্ঞ ডাক্তার-নার্স দ্বারা পরিচালিত নগরের বহুল আলোচিত মেহেদিবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে অভিযান শুরু করেছে র‌্যাব।

রোববার (৮ জুলাই) সকালে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। সহযোগিতা করেন ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডা. দেওয়ান মো. মেহেদি হাসান।

সম্প্রতি ভুল চিকিৎসা ও ডাক্তার-নার্সদের অদক্ষতা ও অবহেলায় এ হাসপাতালে মারা যায় সাংবাদিক কন্যা আড়াই বছর বয়সী শিশু রাইফা খান। এরপর স্বাস্থ্য অধিদফতরের পর্যবেক্ষণ এবং সিভিল সার্জন মো. আজিজুল হকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে এ হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনা।

ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে অভিযুক্ত রাইফার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তিন চিকিৎসকের মধ্যে দুইজনকে অব্যাহতি দিয়েছে। যদি তদন্ত সংশ্লিষ্টদের কাছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সদের নিয়োগ পত্র কিংবা কোন তালিকা দেখাতে পারেননি।

শেয়ার করুন