থাইল্যান্ডে গুহা থেকে ৪ কিশোর উদ্ধার, অভিযান স্থগিত

‘থাম লুয়াং’ গুহা থেকে উদ্ধার চার কিশোরকে নিয়ে রয়্যাল থাই পুলিশের একটি হেলিকপ্টার উত্তরের প্রদেশ চিয়াং রাইর একটি সেনাঘাঁটিতে অবতরণ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থাইল্যান্ডে দুই সপ্তাহ ধরে গুহায় আটকা পড়া কিশোর ফুটবল দলটির চার সদস্যকে ডুবুরিরা নিরাপদে বের করে আনতে সক্ষম হয়েছেন। সোমবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।

এক সংবাদ সম্মেলনে উদ্ধার অভিযানের প্রধান নারংসাক ওসোটানাকোরন এ খবর দেন।

তিনি বলেন, স্থানীয় সময় বিকাল ০৫:৪০ মিনিটে (জিএমটি ১০:৪০) প্রথম কিশোরকে বের করে আনা হয়। উদ্ধার করে আনা চার কিশোরের সবাই ভালো আছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। নতুন করে উদ্ধার অভিযানের প্রস্তুতির জন্য ১০ ঘণ্টা সময় লাগবে।”

মোট ৯০ জন ডুবুরি এই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে বলেও জানান তিনি। তাদের মধ্যে ৫০ জন বিদেশি এবং ৪০ জন থাইল্যান্ডের।

গত ২৩ জুন ১১ থেকে ১৬ বছর বয়সী ওই কিশোরদল ও তাদের ২৫ বছর বয়সী ফুটবল কোচ ‘থাম লুয়াং’ গুহায় প্রবেশ করেছিল। দলটি প্রবেশের পর প্রবল বৃষ্টিপাতে গুহার মধ্যে পানি জমে তাদের বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। তারপর থেকে তারা গুহাটিতেই আটকা পড়েছিল।