জামান হোটেল থেকে মরা মুরগি জব্দ, জরিমানা আদায়

চট্টগ্রাম : নগরীর মুরাদপুর এলাকার হোটেল জামান থেকে মরা মুরগি জব্দ করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিরীন আক্তার। এসময় হোটলকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সময়ে পাশের হোটেল মক্কা হোটেলেও অভিযান চালানো হয়। পরে ওই হোটেল থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে ভোক্তাদের সঙ্গে প্রতারণার বিষয়টি ধরা পড়ে তার চোখে। এমন অপরাধে হোটেলটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শিরীন আক্তার বলেন, দোকানের কর্মকর্তা-কর্মচারীরা স্বীকার করেছেন কম দামে কিনে বেশি দামে বিক্রির জন্য মরা মুরগি সংগ্রহ করা হয়েছে। মুরগিগুলোর মাংসের রং একেবারে সাদা হয়ে গেছে। আরেকটু হলে পচন ধরতো। হোটেলটির কিচেনের পরিবেশও অত্যন্ত নোংরা।

ভ্রাম্যমাণ আদালত জানায়, অভিযানকালে পাশের মক্কা হোটেলে নিজেদের তৈরি দইয়ের কৌটায় উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন