গাজীপুরে পল্লী বিদ্যুতের কলোনিতে অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি কর্পোরেশনের ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির কলোনির একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ জুলাই) সকালে কলোনির এজিএম এর কক্ষে এ আগুন লাগে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন জানান, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর (এজিএম) স্বপন চন্দ্র দাসের বাড়িতে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জাকির জানান।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় স্বপন চন্দ্রের বাড়িতে কেউ ছিল না। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে একটি ঘর ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

গাজীপুর পল্লী বিদ্যুতের ওই আবাসিক কলোনিতে গাজীপুর পল্লী বিদ্যুতের এজিএম স্বপন চন্দ্র দাস বসবাস করতেন।