গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের ৫ দিনের চীন সফর

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোঃ জাহাঙ্গীর আলম চীন সফরে গেছেন।  আগামী ১৫ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

সোমবার (৯ জুলাই) বেলা আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন। মেয়র নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।

মেয়রের ব্যক্তিগত সূত্র জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোঃ জাহাঙ্গীর আলম ৫ দিনের সফরে চীন গেছেন। তিনি চীনের গুয়াংজু, সেনজেন, উইংজো এবং কুনমিং এ সফর করবেন। সেখানে তিনি নগর পরিকল্পনা বিশেষজ্ঞ ও সিটি কর্পোরেশনের অভ্যন্তরে বিনিয়োগে আগ্রহী শিল্পমালিকদের সঙ্গে বৈঠক করবেন।

প্রকৌশলী মোঃ আবুল হাসেম তপন, শিল্পকারখানার মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ মোঃ আলী হোসেন, মোঃ মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের মানবিক সাহায্য সমন্বয়কারী আশরাফুল আলম রানা ও প্রযুক্তিবিদ মোঃ সাহিদুল ইসলাম মেয়রের সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

শেয়ার করুন