বেঙ্গলী ফিল্মক্লাব ইউকে’র নতুন উদ্যোগ

বেঙ্গলী ফিল্মক্লাব ইউকে’র নতুন উদ্যোগ

সৃজনশীল চলচ্চিত্রের যে ধারা শুরু করেছিলেন শ্রদ্ধেয় জহির রায়হান, আলমগীর কবির, খান আতাসহ খ্যাতিমানদের হাত ধরে, তা এগিয়ে নেয়ার চেষ্টা করছে এই সময়ের নির্মাতারা। দেশে তুমুল জনপ্রিয়তা অর্জন করে ছবিগুলো ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী, তবে বেশিরভাগই ওয়েবভিত্তিক।

এ পরিসরকে বৃহৎ আকারে ছড়িয়ে দিতেই বেঙ্গলী ফিল্ম ক্লাব ইউকের এ উদ্যোগ। এ প্রসঙ্গে বিশেষ অতিথি কাজী হায়াৎ বলেন, আমাদের যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এর থেকে এখনই যদি ঘুরে না দাঁড়াই তবে এ শিল্প রক্ষা করা কঠিন হবে, এর জন্য ‘বেঙ্গলী ফিল্ম ক্লাব ইউকে’ ধন্যবাদ প্রাপ্য, সাধুবাদ জানাই তাদের এ উদ্যোগকে। একই সুরে বললেন প্রধান অতিথি চিত্রনায়ক ফারুক। তিনি বলেন, একটি শিল্পকে বাঁচিয়ে রাখতে সবার ঐকান্তিক ইতিবাচক চেষ্টা অব্যাহত রাখতে হবে।

বেঙ্গলী ফিল্ম ক্লাব ইউকের সহযোগীতার হাত বাড়িয়ে দেয়াটা ইতিবাচক লক্ষণ। আমরাও তাদের সহযোগী হিসেবে পাশে আছি। অভিনেত্রী সোহানা সাবা আয়োজকদের এ উদ্যোগ বেগবান করার অনুরোধ জনান।

অনুষ্ঠানের সভাপতি এস ইসলাম শাম জানান, আমাদের দেশে যে সব বাংলা চলচ্চিত্র রিলিজ হচ্ছে তা প্রবাসে বসে আমরা দেখতে পাইনা। অথচ বাংলা ছবির প্রতি টান কিন্তু আমাদের কম নয়। সে লক্ষ্যেই এখন থেকে ধারাবাহিকভাবে ভালো ভালো কিছু বাংলা ছবি আমরা সংগ্রহ করবো এবং প্রতি সপ্তাহেই তা প্রচারের চেষ্টা থাকবে।

শেয়ার করুন