সুনামগঞ্জ প্রতিনিধি : সারাদেশে প্রশাসনিক, আইনশৃংখলা, সামাজিক, সাংস্কৃতিক উন্নতিসহ সর্বক্ষেত্রেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন রোল মডেলে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রীর সফলতা ও উন্নয়নের ছোঁয়ায় এখন হাওরাঞ্চলেও পৌছেঁ গেছে।
বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরির্দশন ও গনসংযোগ করে তাহিরপুর উপজেলা সদরে আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ আ’লীগ নির্বাচন টিম কমিটির সদস্য বাবু বিনয় ভূণষ তালুকদার (বানু)।
তিনি আরো বলেন, আপনাদের এ উন্নয়নের কথা মনে রাখতে হবে এবং সবার কাছে তা তুলে ধরতে হবে। আমাদেরকে এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে আর আপনাদের ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। সেইসাথে আগামী নির্বাচনে আবারও আ’লীগকেই জয়ী করতে হবে আপনাদেরকেই।
এসময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলার সেলবর ইউনিয়নের সাবেক মেম্বার আলী হোসেন, সেলবরষ ইউনিয়ন দপ্তর সম্পাদক তরিকুল আলম, সেলবরস ইউনিয়নের আ’লীগ নেতা চন্দ তালুকদার, সেলবরস ইউনিয়ন আ’লীগ নেতা চয়ন কান্তি তালুকদার, সেলবরস ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল আহমেদ, আব্দুল মজিদ বীর মুক্তিযোদ্ধা, তাহিরপুর উপজেলা মুক্তিযুদ্ধা যুবকমান্ড সভাপতি মোহাম্মদ হোসাইন শরীফ বিপ্লব, তাহিরপুর উপজেলা শ্রমিকলীগ সহ-সভাপতি একরামুল হাসান, সামায়ুন কবির সহ-সভাপতি মুক্তিযুদ্ধা যুবকমান্ড তাহিরপুর উপজেলা, রুপম দাস সহ-সভাপতি মৎস্যলীগ তাহিরপুর উপজেলা, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা শুভন, রাজন চন্দ্র, আবুল কাশেম, শুনীল দাস আ’লীগ নেতা, টিটু সভাপতি দক্ষিন শ্রীপুর ইউনিয়ন মৎস্যলীগ, ওয়াসিম সাধারন সম্পাদক মৎস্যজীবীলীগ দক্ষিন শ্রীপুর।