স্ত্রীসহ যুবলীগ নেতা ও ব্যাংক কর্মকর্তা আটক দুদকে

ব্যাংক কর্মকর্তা (বামে) যুবলীগ নেতা শাহিন সিকদার (ডানে)

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নেয়ার অভিযোগে বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও তার স্ত্রীসহ এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমক কমিশন (দুদক)।

গ্রেফতারকৃতরা হলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বরিশাল শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জাকির হোসেন রাঢ়ী এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন সিকদার ও তার স্ত্রী নাইমা রহমান নীলিমা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। রাতে তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ইউসিবি ব্যাংক থেকে ৩১ লাখ ৬৫ হাজার ৫ শত টাকা ঋণ নেয়ার অভিযোগে ২০১৬ সালের ১৯ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়।

মামলা দায়েরের পর ইউসিবি ব্যাংক থেকে ঝালকাঠী জেলার রাজাপুর এলাকার বাসিন্দা জাকির হোসেন রাঢ়ীকে সাসপেন্ড করা হয় বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

শেয়ার করুন