ফেসবুকে কোটা সংস্কার স্ট্যাটাস : সিভাসুর শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম : সরকারি চাকুরির কোটা সংস্কার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক ও শৃংখলা পরিপন্থী স্ট্যাটাস দেয়ার অপরাধে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী মীর মোহাম্মদ জুনায়েদকে সাময়িক বহিস্কার করেছে সিভাসু প্রশাসন। বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে।

রোববার (১৫ জুলাই) সিভাসু রেজিস্ট্রার মীর্জা ফখরুল ইমাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, মীর মোহাম্মদ জুনায়েদ ভেটেরিনারি মেডিসিন অনুষদের (২০১৩-১৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নান হলের ৪০৮ রুমে থাকতেন। গত ১৩ জুলাই সরকারি চাকুরির কোটা সংস্কার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (মীর সাব্বির) নামের আইডি থেকে উস্কানিমূলক এবং শৃংখলা পরিপন্থী স্ট্যাটাস দেন। যা বিশ্ববিদ্যালয়ের আইনের ১৬ ধারার সুস্পষ্ট লংঘন। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও অপরাধের গুরুত্ব বিবেচনায় মীর মোহাম্মদ জুনায়েদকে (রোল নং-১৪/১২, রেজিষ্ট্রশন নং-১১৬২, সেশন-২০১৩-১৪) বিশ্ববিদ্যালয় হতে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

উপাচার্যের অনুমোদনক্রমে জারী করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

শেয়ার করুন