মাদকবিরোধী অভিযানে দুইজন গুলিতে নিহত

সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে ময়মনসিংহ ও কুষ্টিয়ায় আরও দুইজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

পুলিশ বলছে, নিহত দুইজনই মাদক চোরাকারবারে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনের মামলাও রয়েছে।

ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত খান নোমান (৪৫) ময়মনসিংহ শহরের সেনবাড়ি মহল্লায় থাকতেন।

ওসি মাহমুদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে।

তিনি বলছেন, মাদকের চালানের ভাগ-ভাটোয়ারার খবর পেয়ে পুলিশ রোববার রাত পৌনে ২টার দিকে শম্ভুগঞ্জের ঘুরামপুর গ্রামে অভিযানে গেলে গোলাগুলির ওই ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি করলে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। পরে সেখানে মাদক ব্যবসায়ী খান নোমানকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নোমানকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

কুষ্টিয়া : কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। নিহত শহর আলী (৩৮)কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুরের মনোয়ার বক্সের ছেলে।

ওসি নাসির উদ্দীন জানান, তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদক চোরাকারবারসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।

তিনি বলছেন, সোমবার ভোর ৪টার দিকে শহরতলীর শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর নিচে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

হরিপুর সেতুর নিচে মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও ছয়টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, “নিহত ব্যক্তি জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী শহর আলী।”

শেয়ার করুন