কক্সবাজার : বাঁশ বোঝাই ট্রাক সড়কের গর্তে পরে উল্টে একটি সিএনজি ও তিনটি টমটমের উপর পরলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ-কক্সবাজার সড়কের উখিয়ার বালুখালী কাস্টমস ঘাট এলাকায় সোমবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন রুজিনা আক্তার (রুজি)। সে মুক্তি কক্সবাজার নামক এনজিও কর্মী বলে জানা গেছে। তবে বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জাম্মান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বাঁশ বোঝাই চলন্ত ট্রাকটি একটি গর্তে পড়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।