যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধে ব্যবসায়ী-শ্রমিকরা ঐকবদ্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন বন্ধে ও একস্থানে সরকারী রয়েলিটি দেওয়ার বিষয়ে লাউয়েরগড়, ফাজিলপুর ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়েছে।

সোমবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভায় মিলিত হয় সকল ব্যবসায়ী ও শ্রমিকরা।

এসময় তারা জানান, নদীতে ড্রেজার চলানোর কারনে হাজার হাজার শ্রমিক বেকার বসে থাকে। সরকারী রয়েলিটি দুটি গ্রুপ বিভক্ত হয়ে র্দীঘদিন ধরেই একই নদীতে দুইটি স্থান থেকেই আদায় করে আসছে। একই নদীতে দুই স্থানে রয়েলিটি তা কোন ভাবেই মানা যায় না। রয়েলিটি দুই স্থানের পরিবর্তিতে এক স্থানে নিতে হবে আর আর নদীতে সকল ড্রেজার বন্ধ করতে হবে সংশ্লিষ্ট কতৃপক্ষকে।

এই বিষয়ে ফাজিলপুরে অর্ধশতাধিক বালু, পাথর ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে একমত পোষন করেন।

এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,ব্যবসায়ীর আবুল কালাম, মোতালেব, বিল্লাল, মোস্তফা, জাহাঙ্গীর আলম প্রমুখসহ শ্রমিকগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন