“ফেরারী” আপনার জীবনের গল্প। অবশেষে ১৪ই জুলাই ইউটিউবে মুক্তি পেয়েছে “ফেরারী”। স্বল্পদৈর্ঘ্য একটি কমফোর্ড ফিল্ম প্রযোজনা এর অন্যতম জনপ্রিয় ইউ টিউব চ্যানেল। তরুণদের মাঝে রয়েছে এর ব্যাপক জনপ্রিয়তা।
ফেরারী গানের কথা ও সুর আকমল হাসান শিশির। কন্ঠ মারুফ হাসান ধ্রুব। ফেরারী রচনা ও পরিচালনা নাঈম আবির। সম্প্রীতি মিউজিক ভিডিওতে তিনি অভিনয় করেছেন।
মিউজিক ভিডিওটি ইতিমধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। ভিডিওটি সহপরিচালনা করেন সাজেদুল ইসলাম সবুজ ও মাসউদুর রহমান।
চিত্রগ্রহণ করেন ফজলে রাব্বী আবির, আদনান আবির রানা সম্পাদনা করেন ফজলে রাব্বী আবির
প্রেম, ভালোবাসা ও সমাজ এর গল্প উঠে আসবে এতে। সত্য গল্প অবলম্বনে এই মিউজিক ভিডিওটি চিত্রায়িত।
অন্যদিকে, স্বল্পদৈর্ঘ্য “ফেরারী” ইউটিউবে চলে এসেছে। দেখুন “ফেরারী” আপনার জীবনের গল্প।